Logo

আন্তর্জাতিক    >>   সিরিয়ায় বিদ্রোহীদের দাপটে আসাদ সরকারের আরও শহর হাতছাড়া

সিরিয়ায় বিদ্রোহীদের দাপটে আসাদ সরকারের আরও শহর হাতছাড়া

সিরিয়ায় বিদ্রোহীদের দাপটে আসাদ সরকারের আরও শহর হাতছাড়া

সিরিয়ার একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখল করছে বিদ্রোহী বাহিনী। শনিবার (৭ ডিসেম্বর) দক্ষিণের শহর দারা নিয়ন্ত্রণের দাবি করেছে তারা। ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে এই শহরটিতে অভ্যুত্থান শুরু হয়। দারা শহরের নিয়ন্ত্রণ নেয়ায় আসাদ সরকারের ক্ষমতা আরও হুমকিতে পড়েছে বলে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার বিদ্রোহী সূত্রগুলো জানিয়েছে, সেনা কর্মকর্তাদের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী, দারা শহর থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হয়েছেন তারা। বিনিময়ে প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) উত্তরে রাজধানী দামেস্কে তাদের নিরাপদে পৌঁছানোর পথ করে দিতে হবে বিদ্রোহীদের।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, দারা শহরের রাস্তায় বিজয় উদযাপন করছে বিদ্রোহীরা। এ সময় শহরের প্রধান চত্বরে মোটরসাইকেলে চড়ে সাধারণ মানুষের সঙ্গে যোগ দিতে দেখা যায় বিদ্রোহীদেরও। তবে এ বিষয়ে সিরিয়ার সামরিক বাহিনী বা আসাদ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স বিদ্রোহীদের দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

দারার পতনের পর আসাদের বাহিনী এক সপ্তাহে চারটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ হারালো বিদ্রোহীদের কাছে। ১৩ বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে প্রায় ১ লাখের বেশি জনসংখ্যা ছিল দারায়। শহরটি আসাদের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীকী গুরুত্ব বহন করে। এটি জর্ডান সীমান্তবর্তী একটি প্রদেশের রাজধানী, যেখানে প্রায় ১০ লাখ লোকের বাস।

এর আগে শুক্রবার গভীর রাতে বিদ্রোহীরা দাবি করে, তারা রাজধানী ও ভূমধ্যসাগরীয় উপকূলের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সংযোগস্থল হোমস শহরের প্রান্তে অগ্রসর হয়েছে। ইসলামপন্থি দল হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) অন্তর্ভুক্ত বিদ্রোহী দলগুলোর একটি জোট হোমসে আসাদ সরকারের প্রতি অনুগত বাহিনীকে আত্মসমপর্ণের শেষ আহ্বান জানায়।

এদিকে, স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিদ্রোহীদের দখলে নেওয়া শহরগুলো থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে লাতাকিয়া এবং তারতুসের উপকূলীয় অঞ্চলের দিকে। সম্প্রতি সিরিয়া সরকারের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালিয়েছে দেশটির অন্যতম বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম। কয়েক দিনের মধ্যে তারা আলেপ্পোসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নেয়। ২০১৬ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনী ক্ষমতা দখলের পর এটিই বিদ্রোহী গোষ্ঠীগুলোর বড় সফলতা।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert